বৃহস্পতিবার একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সংযুক্ত মোর্চা। কমিশনে অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত মোর্চার নেতারা।
সিপিএম নেতা শমীক লাহিড়ী বিজেপি-তৃণমূল সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, ষষ্ঠ দফার নির্বাচনে আমডাঙায় বোমাবাজি হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনকে আগে থেকেই তাঁরা সতর্ক করেছিলেন, তা সত্ত্বেও কমিশন কোনও পদক্ষেপ নেয়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, চাকুলিয়াতে দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালেও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়।
খড়দায় বিজেপি সাংসদ নির্বাচন বিধি লঙ্ঘন করে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলেও কমিশনকে জানান তিনি।
[আরও পড়ুন- ১ মাসে অ্যাকটিভ কেস বৃদ্ধি প্রায় ২০০০%! ভোটের বাংলায় করোনা-বিস্ফোরণ]
ভোট চলাকালীন অশোকনগরে গুলি চলার অভিযোগ নিয়েও সরব হন শমীক। উল্লেখ্য, এদিন মমতা ব্যানার্জিও অশোকনগরে গুলি চালানোর অভিযোগে সরব হন।
শমীক লাহিড়ী আরও অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশে কমিশন একটি সর্বদলীয় বৈঠক ডাকে। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত তৃণমূল, বিজেপি মানছে না। করোনা বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মমতা, মোদী, অমিত শাহরা একের পর এক জনসভা করছেন বলে অভিযোগ তাঁর। সংবিধানের দেওয়া অধিকারের কোনও ব্যবহারই করছেন না কমিশনের কর্তারা। নির্বাচন কমিশন তার প্রতিটি পদক্ষেপে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে কটাক্ষ করেন শমীক লাহিড়ী।
Comments are closed.