পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধ্যায় বিধাননগর অঞ্চলে করোনা নিয়ে সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতি, শুক্রবার বিধাননগরের ২০৬ নম্বর বাসস্ট্যান্ড এবং শনিবার AE মার্কেট ও পার্শ্ববর্তী জায়গায় করোনা সচেতনতা কর্মসূচি পালন করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
মাইকিং করে জায়গায় জায়গায় ঘুরে পথ চলতি মানুষ, বাজারের ব্যবসায়ীদের হাত ধোয়া, মাস্ক ব্যবহার, স্যানেটাইজেশন নিয়ে সচেতন করা হয়। রবিবারও কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য মৈনাক দত্ত জানান, তাঁরা মানুষকে সচেতন করার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করছেন। বিজ্ঞান মঞ্চের সম্পাদক শিবাংশু সরকার জানান, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
দেশে তথা রাজ্যে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বহু রাজ্যে লকডাউন ঘোষণা হয়েছে। শনিবার সারা দেশে পজেটিভ কেসের সংখ্যা সাড়ে তিন লক্ষ পার।
পুরসভা, পুলিশ প্রশাসনের তরফে বারবার নাগরিকদের সচেতন করা হচ্ছে। শহরের ব্যস্ত জায়গাগুলিতে ইতিমধ্যেই মাস্ক না পরায় পুলিশ ধরপাকড় শুরু করেছে। এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সল্টলেকবাসীর।
Comments are closed.