করোনায় মৃতের দেহ ফেলে পালালো অ্যাম্বুলেন্স, অমানবিকতার ছবি গড়ফায়

অমানবিকতার ছবি দেখা গেল গড়ফায়

যখন মানুষের মানবিকতাই একমাত্র সম্বল, তখন অমানবিকতার ছবি দেখা গেল গড়ফায়। করোনা রোগীর মৃতদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালাল যাদবপুরের কেপিসি হাসপাতালের অ্যাম্বুলেন্স।

পরিবার সূত্রের খবর, করোনা রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভর্তি নেওয়া হয়নি। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। এরপর মৃতদেহ বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় অ্যাম্বুলেন্স। পরিবারের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে অ্যাম্বুলেন্স সেই দেহ বাড়িতে ফেলে যায়।

মৃত বৃদ্ধের স্ত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে জ্বর থাকায় শনিবার পিয়ারলেস হাসপাতালে করোনার পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। সোমবার কেপিসি হাসপাতালে নিয়ে যাই। রোগীকে দেখার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর মৃত্যু হয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানোর কথা বলা হয়। যদিও পরে জানা যায় দেহ মাঝ পথেই ফেলে পালিয়েছেন অ্যাম্বুলেন্স চালক!

হাসপাতাল কর্তৃপক্ষের সেই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, এই বিষয়ে কোন গাফিলতি নেই হাসপাতালের। তাঁদের তরফ থেকে এই রোগীকে দেখাও পর্যন্ত হয়নি বলে জানিয়েছে কেপিসি হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments are closed.