জীবন বাঁচানোই অগ্রাধিকার, করোনা নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
আদালতে শুনানি চলাকালীন সলিসিটর জেনারেলের কাছে বিচারপতি জানতে চান, করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশন কী একমাত্র উপায়?
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টের। মঙ্গলবার করোনা নিয়ে একটা মামলায় দেশের সবোর্চ্চ আদালতের পর্যবেক্ষণ, দেশে জাতীয় বিপর্যয় চলছে, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। কোর্টের নজিরবিহীন মন্তব্য, জীবন বাঁচানোই আদালতের অগ্রধিকার।
আদালতে শুনানি চলাকালীন সলিসিটর জেনারেলের কাছে বিচারপতি জানতে চান, করোনা মোকাবিলায় ভ্যাকসিনেশন কী একমাত্র উপায়? সেই সঙ্গে আদালত আরও জানতে চায় এই সঙ্কটের মুহূর্তে কেন্দ্রের পরিকল্পনা কী? তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি প্রশ্ন করেন, ভ্যাকসিনের দাম আলাদা আলাদা কেন?
উল্লেখ্য এর আগে ভ্যাকসিনের দাম, করোনা মোকাবিলায় মোদী সরকারের পরিকল্পনা নিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রমুখ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল দেশ। বিরোধীরা দেশের বেহাল অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছে। সকারের দূরদর্শিতার অভাবের জন্যই দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে বলে তাঁদের মত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অন্তত তাৎপর্যপূর্ণ বলে মত পর্যবেক্ষকদের।
Comments are closed.