রাজ্যে অক্সিজেনের অভাব নেই, কোথাও কোথাও অসুবিধা হচ্ছে, বললেন মন্ত্রী পার্থ চ্যাটার্জি
রাজ্যের শিল্প মন্ত্রীর দায়িত্ব নিয়েই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন পার্থ চ্যাটার্জি
অক্সিজেনের সংকট নেই, কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। আমরা দ্রুততার সঙ্গে সেই ঘাটতি মেটানোর চেষ্টা করছি। রাজ্যের শিল্প মন্ত্রীর দায়িত্ব নিয়েই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন পার্থ চ্যাটার্জি।
বুধবার সাংবাদিকদের পার্থ বলেন, শুধু অক্সিজেন উৎপাদন হলেই হবে না। সিলিন্ডারেরও প্রয়োজন আছে। তবে তাঁর সাফ কথা, অক্সিজেনের সংকট নেই, কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য মমতা ব্যানার্জি তৎপরতার সঙ্গে কাজ করছেন। তিনি আরও বলেন, সবাই মিলে কাজ করতে হবে। মমতা ব্যানার্জি যেভাবে পথনির্দেশ করবেন, আমরা সেভাবেই কাজ করব।
ভোটে জয়ের পর গত বুধবার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। শপথ অনুষ্ঠান শেষে জনগনের উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম কর্তব্য রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করা।
Comments are closed.