কেন্দ্রীয় অস্থায়ী ও ঠিকা কর্মীদের মহার্ঘ ভাতা দ্বিগুণ করল কেন্দ্র
দেড় কোটির বেশি কেন্দ্রীয় সরকারি অস্থায়ী ও ঠিকা কর্মী এর ফলে উপকৃত হবেন
সুখবর! শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পরিবর্তনযোগ্য মহার্ঘ ভাতা (VDA) বৃদ্ধির কথা ঘোষণা করল। দেড় কোটির বেশি কেন্দ্রীয় সরকারি অস্থায়ী ও ঠিকা কর্মী এর ফলে উপকৃত হবেন।
প্রতি মাসের হিসেব অনুযায়ী, আগে VDA ছিল ১০৫ টাকা। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়াল ২০৫ টাকা। DA বৃদ্ধির নতুন নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
রেল, অয়েল ফিল্ড, বন্দর ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা এই সুবিধা পাবেন। অস্থায়ী ও ঠিকাকর্মী উভয়ের উপরই সমান ভাবে লাগু হবে নয়া নিয়ম।
শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, নয়া DA নিয়মের ফলে দেশজুড়ে প্রায় দেড় কোটি অস্থায়ী ও ঠিকা কর্মচারী উপকৃত হবেন।
Comments are closed.