অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত যশ, দিঘা থেকে আর মাত্র ৪৫০ কিলোমিটার দূরে

পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার

শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল যশ। বুধবার সকালেই তা আছড়ে পড়বে স্থলভাগে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।

মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সকালে দিঘা থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল ৪৫০ কিলোমিটার দূরে। ঘূর্ণিঝড় যশ বুধবার ভোরের দিকে আছড়ে পড়তে পারে উপকূলীয় এলাকায়। আশঙ্কা করা হচ্ছে, স্থলভাগে আছড়ে পড়ার সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী স্থলভাগে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় যশের। সেই পূর্বাভাস অনুযায়ী, বালেশ্বরের কাছে ল্যান্ডফল হওয়ার কারণে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে।

মৌসম ভবন সূত্রে খবর, যশের ল্যান্ডফল হওয়ার সময় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। এবং কলকাতায় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার।

Comments are closed.