ভার্চুয়ালে রাজি, যাবেন না সশরীরে, দুর্নীতি মামলায় সিআইডি তলব এড়ালেন অর্জুন সিংহ
অর্জুন জানিয়েছেন তিনি মঙ্গলবার সিআইডি আধিকারিকদের চিঠি দিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য এখন ভবানী ভবন যেতে পারবেন না। তবে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে চাইলে তাঁর আপত্তি নেই
বুধবার ভবানীভবনে হাজিরা দিচ্ছেন না ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ভাটপাড়া পুরসভার একটি আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিআইডি।
অর্জুন জানিয়েছেন তিনি মঙ্গলবার সিআইডি আধিকারিকদের চিঠি দিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য এখন ভবানী ভবন যেতে পারবেন না। তবে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে চাইলে তাঁর আপত্তি নেই।
২০১০ থেকে ২০১৯ পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ। চেয়ারম্যান পদে থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এই মামলাতেই গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি সাংসদকে তলব করা হয়েছিল। আর্থিক দুর্নীতি মামলায় অর্জুনের ভাইপোকেও তলব করেছে সিআইডি।
Comments are closed.