ভিনগ্রহী নাকি অশরীরি! মাঝরাতে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে অদ্ভুত প্রাণী, ভিডিও ভাইরাল

ভূত শব্দটা বেশ আপেক্ষিক। কেউ মনে করেন আজও ভূতের অস্তিত্ব রয়েছে। কেউ আবার সম্পূর্ণটাই হেসে উড়িয়ে দেয়। বিজ্ঞানের পাতায় ভূত, অশরীরি, প্রেতাত্মা এগুলোর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু তবুও মানুষের মধ্যে ভূত নিয়ে ভয়ে একটা জায়গা কাজ করে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে একটা রাত কাটানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভবজনক। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। ঘটনাটি ঝাড়খণ্ডের হাজারিবাগের ঘটনা।

মাঝরাতে দুই যুবক রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার পথে দেখতে পেল এক অশরীরীকে। অদ্ভুত তাঁর শরীরের গঠন। রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। যদি সে অশরীরি না ভিনগ্রহের প্রাণী তা নিয়ে ঘোড় সংশয় রয়েছে। কারণ তাঁর চলন-বলন অনেকটা রোবটের মতো।

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

ভিনগ্রহের প্রাণী কথা বললেই মাথায় আসে বলিউডের ছবি ‘কোই মিল গায়া’র জাদুর কথা। কিন্তু হঠাৎ করে ভিনগ্রহ থেকে কাদের আগমন ঘটল? তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে অনেকেরই মনে।

সম্প্রতিই এই ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। অনেকের মতে এ কোনও অশরীরি। তবে যারা ভূতে বিশ্বাসী নন, তারাও বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন।

Comments are closed.