বলিউড মহলে একের পর এক সু-খবরের ঢল। কিছুদিন আগেই জন্ম নিল শ্রেয়া ঘোষালের পুত্রসন্তান। এবার মা হলেন নীতি মোহন। ২ জুন নীতির কোল আলো করে জন্ম নিল পুত্রসন্তান।
নীতির স্বামী নীহার পান্ডিয়া তাঁদের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বাবা হওয়ার সুখবরটি দেন। পোস্টে লিখেছেন, এই মূহূর্তে মুম্বইয়ের আকাশে কালো মেঘের ঘনঘটা। তার মধ্যেই আমি ও নীতি আমাদের ‘সন-রাইজ’কে দেখলাম। নীতি এবং তাঁদের সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নীহার।
View this post on Instagram
অন্যদিকে, হর্ষদীপ কৌর নীতির মা হওয়ার খবর নেট দুনিয়ায় প্রকাশ করেন। ট্যুইট করে নীতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আমিও মাসি হলেন।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি নীতি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেদিন ছিল তাঁর ও নীহারের দ্বিতীয় বিবাহবার্ষিকী। একচল্লিশ বছর বয়সী নীতি নিজের মা হওয়ার খবরে অত্যন্ত আনন্দিত।
Comments are closed.