তৃণমূলে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। তাই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চলেছেন সদ্য তৃণমূলে প্রত্যাবর্তনকারী মুকুল রায়। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে নিরাপত্তা ছাড়ার কথা জানাবেন মুকুল রায়।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেওয়ার পর রাতেই তৃণমূল নেতার কাঁচরাপাড়ার বাড়ির নিরাপত্তার দায়িত্ব নেয় রাজ্য পুলিশ। শনিবার সকালে কলকাতায় যাওয়ার আগে মুকুল রায় নিজেই জানান, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিচ্ছেন।
কিন্তু এদিন যখন তিনি যখন কলকাতায় আসছিলেন, তাঁর সঙ্গে ছিল রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তাও ছিল তাঁর সঙ্গে। সেইসঙ্গে মুকুলের কাঁচরাপাড়ার বাড়ির সামনেও এখনও মোতায়েন আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এই বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জানিয়েছে, তাঁদের কাছে মুকুলের নিরাপত্তা ছাড়ার কোনও নির্দেশ আসেনি।
বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য, শুক্রবার তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের। বাবার সঙ্গে পুরনো দলে ফেরেন শুভ্রাংশুও। খুব শীঘ্রই বিজেপির আওর্ব ভারতীয় সহ সভাপতি ও বিধায়ক পদ ছাড়বেন তিনি।
Comments are closed.