ফের হেঁসেলে আগুন। দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের ও বাণিজ্যিক সিলিন্ডারের। ভর্তুকিহীন প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে সাড়ে ২৫ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা।
একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া অন্যদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধি। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৬১ টাকা। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।
দেশের অন্য কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে। কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই। ৯০ এর ঘরে চলছে ডিজেলের দাম। এই অবস্থায় দাম বাড়ল রান্নার গ্যাসের।
বুধবার থেকে ৫০% যাত্রী নিয়ে রাজ্যে চলছে সরকারি বেসরকারি বাস। কিন্তু ভাড়া বৃদ্ধি না হলে বাস চালানো হবে না বলে জানিয়েছে বাস সংগঠনের মালিকরা। ৫০ শতাংশ যাত্রী নীচে পুরোনো ভাড়ায় বা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারই ১৫ শতাংশ ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাব।
Comments are closed.