বুধবার কলকাতায় সেঞ্চুরি পার করেছে পেট্রোল। ডিজেলও ‘শতরান’ ছুঁই ছুঁই। জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে এবারে অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। বুধবার সিঙ্গুর থেকে সাইকেল নিয়ে রওনা হলেন বিধানসভার উদ্দেশ্যে।
এদিন সকাল ৮ টা নাগাদ সিঙ্গুরের রতনপুরের বাড়ি থেকে সাইকেল চালানো শুরু করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী। বেলা সাড়ে ১২টায় বিধানসভায় পৌঁছানোর কথা তাঁর।
পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কখনও গরুর গাড়ি নিয়ে, কখনও পালকি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন শাসক দলের প্রতিনিধিরা। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ইলেকট্রিক স্কুটারে চেপে তাঁর কালীঘাটের বাড়ি থেকে নবান্নে গিয়েছিলেন জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে।
দীর্ঘ চার ঘণ্টা সাইকেল চালিয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা।
উল্লেখ্য, বুধবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.২৩ টাকা। ডিজেলের দাম ৯২.৫০ টাকা। গত মে মাস থেকে এখনও পর্যন্ত ৩৬ বার পেট্রোলের দাম বেড়েছে। ধারাবাহিক ভাবে মূল্যবৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্ত।
করোনা বহু মানুষের জীবিকা কেড়ে নিয়েছে। অনেকের চাকরি থাকলেও মাইনেতে কোপ পড়ছে। ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদেরও শোচনীয় অবস্থা। এরমধ্যে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ব্যাপক দাম বাড়ছে। সব মিলিয়ে কার্যত সাঁড়াশি আক্রমণের শিকার সাধারণ মানুষ। আর এই আবহে রাজ্যের মন্ত্রীর এই ধরনের প্রতিবাদ অন্য একটি মাত্রা যোগ করল।
Comments are closed.