কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিনই সৌমিত্রর বিস্ফোরক ঘোষণার জেরে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা।
বুধবার দুপুর তিনটে নাগাদ সৌমিত্র খাঁ ফেসবুক লাইভ আসেন। তারপরই একের পর এক তোপ দাগতে শুরু করেন শুভেন্দুর বিরুদ্ধে। বলেন, রাজ্যের বিরোধী দলনেতা নিজেকে জাহির করতেই ব্যস্ত। ভোটের এক মাস আগে দলে এসে নিজেকে বড় নেতা দেখানোর চেষ্টা করছেন। দিল্লিতে গিয়ে নেতাদের ভুল বোঝাচ্ছেন। সেই সঙ্গে দিলীপ ঘোষের উদ্দেশ্যে সৌমিত্রের কটাক্ষ, রাজ্য সভাপতিকে সমস্যার কথা বললে উনি হাফ বোঝেন হাফ বোঝেন না!
রাজ্যের বিরোধী দলনেতা বার বার দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে আসছেন বলে সৌমিত্র এদিন অভিযোগ করেন। সেই সঙ্গে সৌমিত্রের চাঞ্চল্যকর দাবি, বাংলায় বিজেপি যে ভাবে চলছে তাতে ভালো কিছু হওয়া মুশকিল। শুভেন্দু অধিকারীর নাম না করে সৌমিত্র আরও বলেন, ভোটের একমাস আগে ১২৮ জনকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীরা সবাই চোর-চিটিংবাজ বলেও সাফ জানিয়ে দেন সৌমিত্র খাঁ। শুভেন্দুকে তাঁর কটাক্ষ, আমি ঘরের লোকের জন্য কিছু চাইনি। আর তিনি দিল্লি গিয়ে নেতাদের উলটোপালটা বুঝিয়ে চলে আসছেন। এভাবে পার্টি ঘুরে দাঁড়াতে পারবে না। যেভাবে অধিকারী-অধিকারী চলছে তাতে দল করা মুশকিল।
শুভেন্দুর বিরুদ্ধে স্বজনপোষণেরও অভিযোগ আনেন সৌমিত্র। বলেন, আমি ওঁর মত, বাবার জন্য, ভাইয়ের জন্য পদ চাইনি। বিজেপির জন্য আমাদেরও আত্মত্যাগ রয়েছে। সেই সঙ্গে আরও বলেন, যিনি বিজেপি নেতা হয়েছে তাঁকে বলব আয়নাতে নিজের মুখ দেখতে। দিল্লিতে গিয়ে নেতাদের ভুল বোঝাবেন না। সৌমিত্র খাঁয়ের দাবি, বাংলায় যেভাবে বিজেপি চলছে তার ফল ভাল হবে না।
একই সঙ্গে সৌমিত্র ভিডিও বার্তায় বলেন, ভোটের ফলাফলের দায় নিয়ে তিনি যুব মোর্চা পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তবে বিজেপি ছাড়ছেন না।
Comments are closed.