ফের ফেসবুক পোষ্ট করলেন বাবুল সুপ্রিয়। এবার তিনি নিশানা করলেন দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষকে। শনিবারই বিকেলে ফেসবুক পোষ্ট করে রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয়। এরপর কুণাল ঘোষ টুইটারে লিখেছিলেন, লোকসভার অধিবেশন চলছে, স্পিকার বসে রয়েছেন। সেখানে ইস্তফা না দিয়ে দিয়ে নাটক চলছে, উনি আগে গান করতেন, এখন নাটক করছেন। এরপরেই আরেকটি ফেসবুক পোষ্ট করেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি কুণাল ঘোষের টুইটারের স্ক্রিনশটের অংশ তুলে ধরেন। বলেন, পড়লাম আপনাদের কমেন্টগুলি। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন – সবটাই শিরধার্য্য।
অন্যদিকে তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার অংশ তুলে ধরেছেন। যেখানে দিলীপ ঘোষ ব্যঙ্গের সুরে বলেছেন, ‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’ অর্থাৎ বাবুলের দল ছাড়া নিয়ে তীব্র কটাক্ষ করতে শোনা গিয়েছিল তাঁকে। দিলীপ ঘোষ এও বলেছিলেন, ফেসবুকে কে কী লিখলেন, আমি দেখি না। উনি কি ইস্তফা দিয়ে দিয়েছেন? খোঁজ নিন। বাবুলের অন্য দলে যোগ দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে কোথায় যাচ্ছে, আমি তা নিয়ে কেন বলব? নতুন একটি ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছেন, আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও দিতে পারি। তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার দরকার নেই।
এরপরেই স্ক্রিনশটগুলির দিকে ইঙ্গিত দিয়ে তিনি জানান, ‘অন্তত দেখুন, এই ধরণের ‘ব্যক্তিত্ব’ বা নির্বোধ মন্তব্যের সঙ্গে তো আর রোজ রোজ ডিল করতে হবে না। কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো।
উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র রাজনীতি ছাড়ার ঘোষণা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
Comments are closed.