সেপ্টেম্বরের শেষেই হতে পারে ৫ আসনে উপনির্বাচন আর ২ আসনের নির্বাচন

রাজ্যে ৭ বিধানসভা আসনে ভোট হতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে। এরমধ্যে জঙ্গিপুরে ও সামসেরগঞ্জ আসনে নির্বাচন হবে। আর ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা আসনে উপনির্বাচন হবে।

এই নিয়ে রাজ্য নির্বাচন দফতরের সঙ্গে কথা হয়েছে নির্বাচন কমিশনের। এছাড়াও কথা হয়েছে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। সূত্রের খবর, জানা গেছে সেপ্টেম্বরের শেষের দিকেই এই ৭ আসনে ভোট হওয়ার সম্ভাবনা জোড়ালো হয়েছে। ৫ নভেম্বরের মধ্যে যেকোন আসন থেকে জিতে আসতে হবে মমতা ব্যানার্জিকে। রাজ্যের উপনির্বাচন দ্রুত করানোর আবেদন নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

রাজ্যে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, এই জানিয়ে ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটের দাবি জানায় তৃণমূল।

ভোটের আগে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছিল জঙ্গিপুরে ও সামসেরগঞ্জের প্রার্থীর। তাই এই দুই আসনে ভোট হবে। আর শান্তিপুর আসন থেকে জয়ী হন জগন্নাথ সরকার। কিন্তু সাংসদ পদ বহাল রাখার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে দিনহাটায় জয়ী হন নিশীথ প্রামানিক। তিনিও সাংসদ থাকার কারণে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। আর ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি ইস্তফা দেন। ফলে এই ৫ আসনে উপনির্বাচন হবে। ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করতে পারেন মমতা ব্যানার্জি বলে শোনা যাচ্ছে।

Comments are closed.