ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। ফলে এখন গ্যাস সিলিন্ডারের দাম ৮৮৬ টাকা। ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা।
করোনা আবহে অনেকের চাকরি চলে গেছে, অনেকে অর্ধেক বেতন পাচ্ছেন। এই অবস্থায় রান্নার গ্যাসের দাম হু হু করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে।
জ্বালানির দাম যেমন বেড়েই চলেছে, তেমন বাড়ছে রান্নার গ্যাসের দাম।
সম্প্রতি উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর ভোটকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে প্রথমবার উজ্জ্বলা যোজনা শুরু হয়। দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনা হয়।
Comments are closed.