এলাকায় বেআইনি নির্মাণ হলেই শোকজ করা হবে পুর ইঞ্জিনিয়ারদের, জানালেন ফিরহাদ হাকিম

কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর হচ্ছেন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। মঙ্গলবার বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিংহ সরকারের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেই বৈঠক শেষে তিনি জানান, এবার কোন এলাকায় বেআইনি বাড়ি তৈরি হলে সেই এলাকার পুর ইঞ্জিনিয়ারদের শোকজ করবে পুরসভা।

তিনি আরও জানান, বেআইনি নির্মাণ দেখলে সেখানে নোটিশ ঝুলিয়ে দিলেই হবে না। নির্মাণ যেন শুরু না হয় সেই ব্যবস্থা নিতে হবে এলাকার অ্যাসিস্ট্যান্ট ও সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের।

বেআইনি নির্মাণ রুখতে এবার পুলিশ ও পুরসভার আধিকারিকদের নিয়ে একটি দল তৈরি করা হবে। সেই দলে থাকবেন একজন আইপিএস স্তরের আধিকারিক।

এদিন পুকুর ভরাট নিয়েও পুরসভার কঠোর সিদ্ধান্তের কথা জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনেক জায়গায় নোংরা ফেলার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এলাকার পুকুর যেন ভরাট না হয় নজরদারি চালাতে হবে পুলিশকে।

Comments are closed.