‘শাস্তি দিয়ে মন পাওয়া যায়না কমরেড, শূন্য থেকে মহাশূন্যের পথে’, অজন্তাকে সাসপেন্ড প্রসঙ্গে টুইট কুণাল ঘোষের
‘শাস্তি দিয়ে মন পাওয়া যায়না কমরেড, শূন্য থেকে মহাশূন্যের পথে’। অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড প্রসঙ্গে টুইট কুণাল ঘোষের। শনিবার একটি টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
সেই টুইটে তিনি লেখেন, ‘জাগোবাংলা’য় লেখার জন্য আজ অজন্তা বিশ্বাসকে আজ সাসপেন্ড করবে সিপিএম। ২০০৮ সাল থেকে যাঁরা দল ডোবালো, 0-তে নামালো, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেই।
'জাগোবাংলা'য় লেখার জন্য আজ অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করবে সিপিএম। 2008 থেকে যারা দল ঢোবালো, 0-তে নামালো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। অজন্তাকে শাস্তির নামে কিছু অপরিচিত অপ্রাসঙ্গিক নেতা নিজেদের সাময়িক প্রচার চান।
শাস্তি দিয়ে মন পাওয়া যায় না কমরেড।
শূন্য থেকে মহাশূন্যের পথে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 21, 2021
বাম নেতাদের কটাক্ষ করে তিনি বলেন, অজন্তাকে শাস্তি দেওয়ার নামে কিছু অপরিচিত, অপ্রাসঙ্গিক নেতা নিজের প্রচার চাইছেন।
তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’র জন্য কলম ধরেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সিপিএম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। জাগোবাংলার বঙ্গ রাজনীতির নারীশক্তি নামে সম্পাদকীয়তে লিখেছিলেন তিনি। সেখানে স্বাধীনতা আন্দোলনের সময় মহিলাদের অবদান নিয়ে লেখা ছিল তেমনই লেখা ছিল বাংলার মহিলাদের অবদানের কথা। সেই লেখনীর অনেকটা অংশ জুড়ে ছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ। তিনটি কিস্তিতে এই লেখা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজ্য রাজনীতিতে। এই নিয়ে সিপিএম নেতারা মুখ না খুললেও শোনা গেছে দল থেকে সাসপেন্ড করা হবে অনিল কন্যাকে।
Comments are closed.