মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিকে ‘লেডি তালিবান’ বলে বিতর্কে সায়ন্তন বসু, নিন্দায় বিজেপি সহ সব রাজনৈতিক দল
মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিকে লেডি তালিবান বলে বিতর্কে জড়ালেন বিজেপিজ নেতা সায়ন্তন বসু। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল, সিপিএম সহ বিজেপিও।
রবিবার বিধাননগরে গিয়ে সায়ন্তন বসু বলে বসেন তালিবান খুঁজতে কাবুল যাওয়ার দরকার কী? লেডি তালিবান যদি দেখতে চান কলকাতায় কালীঘাটে চলে আসুন।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কটাক্ষ করে বলেছেন, অভব্য, অসভ্য, অশিক্ষিতের দল বিজেপি।
রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, বিজেপির মুখ আর জিভের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চত্রবর্তী বলেছেন, বিজেপির শিক্ষা এবং সচেতনতার বড্ড অভাব। তালিবান নারী-বিদ্বেষী তা জানেই না বিজেপি। লেডি তালিবান বলে কোনও কিছু হয়ই না। তিনি আরও বলেছেন, বরং তালিবানের সঙ্গে তুলনা করুন বিজেপি আর তাঁদের দাদার অর্থাৎ নরেন্দ্র মোদীর। ওদের মাথায় তালিবানি ভাবনা ঘোরে সব সময়। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, বিজেপি নেতাদের কাছে এত বেশি কিছু আশা মকরা যায়না।
এমনকি সায়ন্তন বসুর মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি সাংসদ তথা দলের মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সভানেত্রী লকেট চ্যাটার্জি বলেছেন, তালিবানদের হাতে সব চেয়ে বেশি নির্যাতিত মহিলারা। তাই কোনও মহিলাকে তালিবান বলা একেবারেই সমর্থন করি না। মহিলা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়।
এর আগেও হাত, পা ভেঙে দেওয়া থেকে শুরু করে আধা-সামরিক বাহিনীকে দিয়ে বুকে গুলি করানোর মতন মন্তব্য করেছেন সায়ন্তন বসু। ভোটে হেরে যাওয়ার পরেও এই ধরণের বিতর্কিত মন্তব্য করেছেম একের পর এক বিজেপি নেতা। এবার নয়া সংযোজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নাম না করে ‘লেডি তালিবান’ বলে কটাক্ষ করা।
Comments are closed.