করোনার তৃতীয় ঢেউয়ের আগে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হল। ভ্যাকসিন নেওয়ার পর কেমন আছেন বাসিন্দারা? বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা।
এছাড়াও স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে গিয়ে কোভিড সংক্রমিতদের শারীরিক অবস্থা সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন।করোনা সংক্রমিত হওয়ার পর সুস্থ ব্যক্তিরা ফের কোভিড সংক্রমিত হয়েছেন কিনা, সে বিষয়েও তথ্য সংগ্রহ করবেন স্বাস্থ্যকর্মীরা।
কলকাতা পুরসভা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে সোমবার থেকেই শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীদের ট্রেনিং। প্রতি মাসে ২ দিন করে ভার্চুয়ালি এই ট্রেনিং চলবে। এতে স্বাস্থকর্মীরাও সুস্থ ও সুরক্ষিত থাকবেন। আগামী ৫ মাস এই প্রশিক্ষণ চলবে।
তবে তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দিকটি নজরে রেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে ট্রেনিং ক্যাম্প চালু করেছে। এই বিষয়ে পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আসার আগে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা।
Comments are closed.