মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যস্থতায় কাটল জট। আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। বুধবার নবান্নে ইনভেস্টর শ্রী সিমেন্ট আর ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই বৈঠকের পর তিনি জানিয়ে দেন, আর কোনও সমস্যা রইল না। ইস্টবেঙ্গলও আইএসএলে খেলবে। এটপরেই তিনি বলেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান আমার গর্বের।
শ্রী সিমেন্টকে ধন্যবাদ জানান তিনি। মমতা ব্যানার্জি বলেন, এই সময় মূল লক্ষ্য হল ইস্টবেঙ্গলের আইএসএল খেলা।
তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না থাকলে যে এই চুক্তিজট কাটত না, সেকথা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান কর্মকর্তা দেবব্রত সরকারও। তিনি বলেছেন, দিদি সবসময় আমাদের পাশে থাকেন। সব খেলাধুলোর সঙ্গেই যুক্ত থাকেন তিনি। চুক্তি সম্পন্ন হওয়ার পর দুই পক্ষই একে অপরের সঙ্গে হাত মেলান। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান দেবব্রত সরকার।
Comments are closed.