চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীরা আমাদের গর্ব, তাঁদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার, এসএসকেএমে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর
চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। ১০ একর জমিতে কোয়ার্টার বানাতে পারবেন চিকিৎসক-নার্সরা। বৃহস্পতিবার এএসকেএমের বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত বৃহস্পতিবার তিনি হঠাৎ যান এসএসকেএমে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মমতা জানান, এরপর থেকে প্রতিমাসের ১৫ দিন অন্তর এসএসকেএমে বসবেন তিনি। স্বাস্থ্যভবনটা অনেক দূরে। তাই চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে এসএসকেএমে বৈঠক করার কথা জানান মমতা ব্যানার্জি। সেই কথামত এদিন বিকেলে এসএসকেএমে পৌঁছে যান মমতা ব্যানার্জি। এরপর হাসপাতালের বাইরে তিনি সাংবাদিকদের সামনে জানান, ১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও তিনি জানান, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। অতিরিক্ত ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এরপর একটি ফেসবুক পোস্ট করেন তৃণমূল নেত্রী। সেখানে তিনি বলেন, হাসপাতাল প্রাঙ্গণে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং-এ স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধা সুনিশ্চিত করার জন্যেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।
সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আমাদের গর্ব, আমাদের সম্পদ। তাঁদের স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা রাজ্য সরকারের প্রধান কর্তব্য। প্রথম দিন থেকেই আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আজ এস এস কে এম হাসপাতালে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল অধিকর্তাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়।
Comments are closed.