প্যারালিম্পিক্সে প্রথম সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা। মাত্র ১৯ বছর বয়সেই সোনা জয় করলেন অবনী।
তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, সোনার দিন। শুটিংয়ে সোনা দিয়ে ভারতের প্রথম পদক জয়। অলিম্পিক্স এবং প্যারালিমপিক্সে অবনী লেখারা প্রথম মহিলা যিনি সোনা জিতেছেন।
টোকিয়ো প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে ভাবিনাবেন পটেল প্রথম রুপো জেতেন। এরপর হাই জাম্পে নিষাদ কুমার রুপো জেতেন। সোমবার ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। জ্যাভলিনে জোড়া পদক পেয়েছে ভারত। রুপো জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। আর সেই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিংহ গুরজার।
Comments are closed.