কৃতী ছাত্রছাত্রীদের ল্যাপটপ, পড়ুয়াদের জন্য চালু হচ্ছে কেরিয়ার গাইডেন্স পোর্টাল; নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রত্যেক জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসার পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফল হয়েছে এমন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

নবান্ন সূত্রে খবর বিভিন্ন জেলা থেকে এদিন মোট ১৭০০ ছাত্রছাত্রী ভার্চুয়ালি এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল। পরীক্ষায় ভালো নম্বরের জন্য এদিন প্রত্যেককেই রাজ্য সরকারের তরফে ল্যাপটপ দেওয়া হয়। সেই সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষ চন্দ্রের বই পুরস্কার হিসেবে দেওয়া হয় পড়ুয়াদের। মুখ্যমন্ত্রীর নিজের লেখা কয়েকটি বইও এদিন উপহার হিসেবে দেওয়া হয় তাদের।

সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, ছাত্রছাত্রীদের কেরিয়ার গাইডেন্স হিসেবে একটি পোর্টাল চালু করেছে রাজ্য। বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পর্কে নানান তথ্য থাকবে পোর্টালে। কোন ইউনিভার্সিটিতে কী পড়ানো হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির কী প্রক্রিয়া রয়েছে ইত্যাদি নানারকম তথ্যে পাওয়া যাবে পোর্টালটিতে। মুখ্যমন্ত্রী বলেন, এই পোর্টালের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সঙ্গেও ছাত্রছাত্রীদের পরিচয় ঘটবে।

এদিন প্রতিটি জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, নিজের অস্তিত্বকে ভুললে চলবে না, নিজের মাটিকে মনে রাখতে হবে। যেখানেই যাও বাংলায় ফিরে এসো।

Comments are closed.