সারদা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, জামিনের আবেদন মঞ্জুর বিশেষ আদালতের

সারদা মামলায় আদালতে স্বস্তি কুণাল ঘোষের। বৃহস্পতিবার বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল মুখপাত্র। তাঁর আইজীবী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারপতি।

সপ্তাহ দুয়েক আগে সারদা মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টররেট। ইডির পেশ করা চার্জশিটে নাম ছিল রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। জানা গিয়েছে, কুণালের জামিনের বিরোধিতা করে ইডি। ইডির আইনজীবী বলেন, কুণাল ঘোষ এখনও একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি জামিনে বাইরে থাকলে তদন্তে প্রভাব খাটাবেন। যদিও পাল্টা সিবিআইয়ের মামলার রায় উল্লেখ্য করে কুণাল ঘোষের আইনজীবী সওয়াল করেন, বাকি সব মামলায় তাঁর মক্কেল জামিন পেয়েছেন, এই মামলাতেও তাঁর মক্কেলের আবেদন মঞ্জুর করা হোক।

বেশ কিছুক্ষণ সওয়াল জবাবের পর কুণাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত। সেই সঙ্গে আদালতের নির্দেশ, তদন্তে তাঁকে সবরকমের সহযোগিতা করতে হবে। এদিন ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

বৃহস্পতিবার কোর্ট থেকে বেরিয়ে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, ২০১৩ সালে তাঁকে প্রথম সমন পাঠানো হয়। তারপর থেকে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করে এসেছেন। ২০১৫ সালে বেশকিছু ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। ওই চার্জশিটে তাঁর নাম ছিল না। তারপর অতিরিক্ত চার্জশিটে কী করে তাঁর নাম এল তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।

Comments are closed.