প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ‘স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার’, বললেন ফিরহাদ হাকিম
জয় নিশ্চিত। দলনেত্রীকে জেতাতে রেকর্ড মার্জিনের লক্ষ্য নিয়েছে তৃণমূল। নিয়ম করে রোজ প্রচার সারছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার প্রচারে নামেন মন্ত্রী সুব্রত মুখার্জি। এদিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন এলাকার তৃণমূল কর্মীরা। এই নিয়ে ফিরহাদ হাকিম জানান, স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন কাকে ভট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।
বুধবার পরমহংসদেব রোড থেকে পিতাম্বর ঘটক লেন পর্যন্ত প্রচার করেন তিনি। প্রচারের মাঝে তিনি বলেন, আমারা মানুষের দরজায় যাব। মানুষ ভোট দেবেন। বাংলার মানুষ কুৎসা চায়না । ৩০ সেপ্টেম্বর মানুষ জবাব দেবে। রেকর্ড মার্জিনে জিতবেন মমতা ব্যানার্জি। এদিন বৃষ্টি মাথায় নিয়ে প্রচার সারেন ফিরহাদ হাকিম। ভবানীপুর কেন্দ্রে ভোটের দিন ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখতেও দেখা যায় মন্ত্রীকে।
Comments are closed.