চেতলায় ফিরহাদ হাকিমের ওয়ার্ডে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শনিবার সকালে চেতলায় প্রচারে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চান তিনি। সেখানে তাঁকে ঘিরে তৃণমূলের সমর্থনে স্লোগান তোলা হয়। মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে তৃণমূলের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন।
এরপর প্রচার না করেই ফিরে আসেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। যদিও বিক্ষোভের মুখে পড়ে প্রচার করতে না পারার কথা অস্বীকার করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন, বাংলায় এত বছর রাজত্ব করার পরেও রাস্তায় লাইটপোস্টে মমতা ব্যানার্জিকে ভোটের জন্য পোস্টার দিতে হয়। আর আমি তো রাজনীতিতে ওনার থেকে অনেকটাই নতুন।
এর আগে কোভিড বিধি না মেনে মনোনয়ন পত্র জমা দেওয়ার অভিযোগে প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। এর উত্তরে ভবানীপুরের বিজেপি প্রার্থী জানান, এই ধরণের চিঠি আমি রোজ ১০০ টা পাই, ১৫০ টা পড়ি আর ২০০ ছিঁড়ি। এই নিয়ে বিতর্ক তৈরী হয়।
Comments are closed.