রাজ্যে চালু হয়ে যাচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ব্যাঙ্ক ঢুকে যাবে টাকা। দুয়ারে সরকারে এই প্রকল্পের জন্য প্রায় ১২ লক্ষ আবেদন জমা পড়েছিল।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই প্রতিশ্রুতি মতন কাজ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরু হয়েছে লক্ষীর ভাণ্ডার প্রকল্প। নির্বাচনের পরেই শুরু হয়েছে দুয়ারে সরকার। দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে লক্ষ লক্ষ মানুষ আবেদন করছেন। ঐক্যশ্রী প্রকল্পে টাকা পেতে দুয়ারে সরকারের আদেবন করেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা।
সূত্রের খবর, এই প্রকল্পের ৫০ শতাংশের বেশি পড়ুয়ার আবেদন গ্রহণ করা হয়েছে। প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ২০৯ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আর তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে চলেছে।
Comments are closed.