ভবানীপুর ভোট মামলার শুনানি শেষ, রায়দিন স্থগিত রাখল হাইকোর্ট, কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিচারপতি বিন্দলের 

ভবানীপুর ভোট মামলার শুনানি শেষ। শুক্রবার রায়দান স্থগিত রাখল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

এদিন শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, মামলা দায়েরের এতদিন পরেও কোনও প্রশ্নের যথাযথ উত্তর নেই কেন কমিশনের কাছে? নির্বাচন কমিশনের হলফনামাও ভুলে ভরা, একাধিক ত্রুটিপূর্ণ। 

বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানতে চায়, কমিশনের প্রেস বিবৃতিতে ছয় এবং সাত নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে ভবানীপুরে ভোট না হলে সাংবিধানিক সঙ্কট হবে। সাংবিধানিক সঙ্কট কথাটা কাদের ব্যবহার করা। এই বিষয় বিষয়ে জানতে চেয়ে কমিশনকে শুক্রবারই হলফ নামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। নির্দেশ মতই এদিন হকফনামা জমা দেয় নির্বাচন কমিশন। আর কমিশনের হলফ নামা ভুলে ভরা বলে এদিন মন্তব্য করেন জাস্টিস বিন্দল। 

সেই সঙ্গে মুখ্যসচিবের কমিশনকে চিঠি লেখার এক্তিয়ার নিয়েও প্রশ্ন করে কোর্ট।  

কোর্ট সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচন নিয়ে সোমবার মামলার রায় দিতে পারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। 

Comments are closed.