কালিঘাট মন্দিরে পুজো দিয়ে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার শুরু স্মৃতি ইরানির

ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালে সমর্থনে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার সকালে কালীঘাটের মন্দিরে যান স্মৃতি ইরানি। এরপর শুরু করেন প্রচার।

প্রচারে এসে স্মৃতি ইরানি জানান, নন্দীগ্রামে ভোটে হেরে ভবানীপুর থেকে লড়তে হচ্ছে মমতা ব্যানার্জিকে। এদিন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে নিয়ে ঘোরেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবারই বাংলায় এসেছেন স্মৃতি ইরানি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি শুক্রবার আইসিসিআরে ভবানীপুরের গুজরাতি এবং মারওয়াড়ি বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেসাম্প্রদায়িকতার নিরিখে ভোট বিভাজনের আহ্বান জানান তিনি। বিধানসভা ভোটের আগেও সাম্প্রদায়িক মেরুকরণকে হাতিয়ার করেছিল বিজেপি। কিন্তু সফল হয়নি। এরপরেও ভবানীপুর উপনির্বাচনে সেই সাম্প্রদায়িক মেরুকরণকেই সঙ্গে নিয়ে চলতে চাইছে বিজেপি। তা স্মম্রিতি ইরানির কথায় স্পষ্ট। এর আগে ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংহপুরী। শুক্রবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও এসেছেন বাংলায়।

 

Comments are closed.