বেশ কয়েকদিন ধরেই বেসুরো রায়গঞ্জ-এর বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবার তাঁর অনুপস্থিতিতে দলীয় কার্যলয় থেকে সরল প্রধানমন্ত্রীর ছবি। যার জেরে তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছে। বিজেপি বিধায়ক এখন কলকাতায় রয়েছেন ফলে এরকম গুঞ্জনও শুরু হয়েছে, তবে কী শনিবারই তিনি ঘাসফুল শিবিরে ফিরছেন?
ধারাবাহিক ভাবে ‘বেসুরো’ রয়েছেন কৃষ্ণ। কয়েকদিন আগেই বিজপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেবশ্রী তাঁকে বিধানসভা ভোটে হারাতে চেয়েছিলেন। সাংসদের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই নিজের কার্যলয় থেকে দেবশ্রীর ছবি সরিয়ে দেন তিনি। সরানো হয় অমিত সাহের ছবিও। যার জেরেই তাঁর রাজনৈতিক গন্তব্য নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা।
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপরিণত মস্তিষ্কের।
জানা গিয়েছে, মূলত জেলা সভাপতি নির্বাচন নিয়েই বিজেপি সাংসদ দেবশ্রী চৌধরীর সঙ্গে তাঁর মতানৈক্য শুরু হয়। তারপর থেকে ‘বেসুরে বাজছেন’ তিনি।
বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। দলবদল সম্পর্কে কৃষ্ণর প্রতিক্রিয়া, সময় সব কিছুর উত্তর দেবে।
Comments are closed.