বিনা অনুমতিতে মিছিল করে ইচ্ছাকৃতভাবে ঝামেলা, ভবানীপুরে শেষদিনের প্রচার নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু কলকাতা পুলিশের
ভবানীপুরে উপনির্বাচনের শেষদিনের প্রচারে ধুন্ধুমার কাণ্ড নিয়ে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। বিনা অনুমতিতে মিছিল করেছিলেন দিলীপ ঘোষ। এরপর ইচ্ছাকৃতভাবে ঝামেলা করেন তিনি। মামলায় তাঁর নিরাপত্তারক্ষীদের বন্দুক উঁচিয়ে রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সেই প্রচার চলাকালীন ধুন্ধুমার ঘটনা ঘটে ভবানীপুরে। সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় স্থানীয়রা। বাধ্য হয়ে প্রচার না করেই ফিরে আসেন বিজেপি সাংসদ। গন্ডগোল বাধে যখন প্রচারে যান দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। নিমেষেই তৃণমূলের সঙ্গে বিজেপি সমর্থকদের ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সেইসময় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী বন্দুক উঁচিয়ে শাসানি দিতে থাকে। এই নিয়ে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আর এরপরেই স্বতপ্রণোদিত মামলা রুজু করল কলকাতা পুলিশ।
ধুন্ধুমার ওই ঘটনায় নারায়ণ সিং নামে এক নেতার মাথা ফেটে যায় বলে দাবি করেছে পদ্ম শিবির। কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপনির্বাচন স্থগিত রাখার দাবি করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের দাবি, নির্বাচন বানচাল করার জন্য এসব করছে বিজেপি। প্রচারে কোনও বাধা দেওয়া হচ্ছেনা বিজেপিকে।
Comments are closed.