শুরু ভবানীপুরের ভোট, রাতারাতি বাড়ল আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

শুরু ভবানীপুরের হাইভোল্টেজ উপনির্বাচন। আগে থেকেই ঠিক ছিল শান্তিপূর্ণ ভোটার লক্ষ্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ভবানীপুরে। কিন্তু বিরোধীদের দাবি মেনে রাতারাতি আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।    

জানা গিয়েছে সকাল ৯ টার  মধ্যে ভবানীপুরে ভোট পড়েছে ৭.৫৭%। সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে এখনও।  

এদিকে আজ সকাল থেকেই রাস্তায় নেমেছেন ভবানীপুর উপনির্বাচনে কার্যত  তৃণমূলের প্রধান সেনাপতি ফিরহাদ হাকিম। তিনি এদিন জানান, আমাদের লক্ষ্য ভোট দানের হার বাড়ানো। মানুষ যত ভোট দেবেন মমতা ব্যানার্জির জয়ের ব্যবধান বাড়বে। 

অন্যদিকে এদিন সকাল থেকেই বেশ কিছু অভিযোগ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কোথাও বুথ জ্যামের অভিযোগ, কোথাও ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি। 

যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন।  যে বুথ জ্যাম করার অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী, সেখানে মক পোল চলায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে বলে কমিশনের কর্তারা জানিয়েছেন। 

 

Comments are closed.