পুজোর মধ্যে নাশকতার আশঙ্কা, তৎপর রাজ্য সরকার

দুর্গাপুজোর আগে নাশকতার আঁচ করে তৎপত নবান্ন। রাজ্যের স্বরাষ্ট দফতর জানিয়েছে, ১২ থেকে ১৫ অক্টোবর দুর্গাপুজো ও দশেরা পালিত হবে। আর এই সময় নাশকতার আশঙ্কা করছে রাজ্য সরকার। তাই এখন থেকে নজরদারি চালাচ্ছে পুলিশ।

পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথা বলা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই অবিলম্বে তা পুলিশকে জানানোর কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। সাধারণত যেকোনও উৎসব বা ভিড়ের স্থানকে নাশকতার জন্য বেছে নেয় জঙ্গিরা। এছাড়াও যানজট ও ভিড় এড়াতে রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ। পুজো কমিটিগুলিকে বলে দেওয়া হয়েছে বড়পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ১০ মিটার এবং ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ৫ মিটার পর্যন্ত নো এন্ট্রি জোন রাখতে।

 

Comments are closed.