করোনার মত বিজেপি ভাইরাস, মমতা ব্যানার্জিই ভ্যাকসিন, প্রথম ডোজ ৩০ তারিখ, দ্বিতীয়টা ২৪ লোকসভা, দিনহাটা থেকে অভিষেক ব্যানার্জি
ভোটের আগে সবকটা ডেলি প্যাসেঞ্জারি করেছিল। এখন টিকি খুঁজে পাওয়া যায়না। কোথায় গেল অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়? দিনহাটায় উপনির্বাচনের প্রচারে এসে সাধারণ মানুষের কাছে প্রশ্ন তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, করোনার মত বিজেপিও ভাইরাস, একমাত্র মমতা ব্যানার্জিই এই ভাইরাসের ভ্যাকসিন, যার প্রথম ডোজ ৩০ অক্টোবর আর দ্বিতীয় ডোজ ২৪ এর লোকসভা নির্বাচন।
এদিন তিনি আরও বলেন, কালিপুজোর আগে শ্যামাপোকা দেখা যায়। কিন্তু পুজো শেষ হতেই সেইসব পোকা পালিয়ে যায়। বিজেপি ঠিক তেমন। ভোটের আগে দেখা গিয়েছিল, এখন পাত্তা নেই। দিলীপ ঘোষকে কটাক্ষ করে অভিষেক বলেন, সোনার বাংলা গড়ার কথা বলেছিল বিজেপি, আর এখন দেখাই নেই। যিনি গরুর দুধে সোনার কথা বলেছিলেন, তাঁকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বহিরাগত ইস্যুতে অভিষেক একুশের স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। তা প্রমাণ করে দিয়েছেন আপনারা।
আমাদের ঐক্যপথ না থাকলে দেশ বাঁচবে না। সারা ভারতে নিজেদের প্রতিষ্ঠিত করবে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রতিষ্টা করবে বলে দাবি করেন অভিষেক। বলেন, আগামী কয়েকমাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে কথা দিয়ে গেলাম।
এদিন ফের অভিষেকের মুখে উঠে আসে ইডি, সিবিআই প্রসঙ্গ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। যত আঘাত করা হবে, তত শক্ত হবে। ইডি, সিবিআই দেখিয়ে কিছু হবে না, দিল্লিত ডেকে জিজ্ঞেসা করেছিল, কিছু করতে পারেনি। মরে গেলেও বলব মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
বিজেপি ধর্মের রাজনীতি করে অভিযোগ তুলে অভিষেক দাবি করে, তৃণমূল বলে, আমার ধর্ম আমি মন্দিরে করব, মসজিদে করব, কিন্তু মানুষের ভোটে জিতে আমার একটাই ধর্ম সেটা হল মানুষের উন্নয়ন। মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নের জন্য চালু করেছেন লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী ও যুবশ্রী।
Comments are closed.