ছট পুজোর পরেই যোগী রাজ্যে পা ফেলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

গোয়া সফর থেকেই ফিরেই যোগী রাজ্যে পা ফেলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছট পুজোর পরেই উত্তরপ্রদেশে যাচ্ছেন তিনি। সূত্রের খবর বারাণসীতে যাবেন তিনি। তার আগেই বারাণসীতে তৃণমূলের দলীয় কার্যালয় খুলবে ঘাসফুল শিবির। কয়েকদিন আগেই যোগীরাজ্যে দলীয় কার্যালয় খুলেছে তৃণমূল কংগ্রেস। বরেলি, মোরাদাবাদ, আলিগড়, আগ্রা, গোরক্ষপুর, আজমগড়, বারাণসী, মির্জাপুর ও এলাহাবাদে তৃণমূলের দলীয় অফিস খোলা হয়েছে।

২০২৪ সালে লোকসভা ভোটের আগেই গোটা দেশজুড়ে নিজেদের সংগঠন মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল। প্রায়দিনেই সেখানে মিটিং, মিছিল চলছে। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও শুরু হয়েছে তৃণমূলের যাত্রা। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই গোয়ায় যাবেন মমতা ব্যানার্জি। এবার শোনা যাচ্ছে উত্তরপ্রদশে যাচ্ছেন তিনি। সোমবারই কংগ্রেস ছেড়ে ঘাসফুলে যোগ দিইয়েছেন ললিতপতি ও রাজেশপতি ত্রিপাঠী। তাঁরা প্রয়াত কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি ও ছেলে। অন্যদিকে বারাণসীতে বহু বাঙালি পরিবারের বসবাস। উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরপ্রদেশ গিয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

Comments are closed.