শোকগ্রস্থ অশোক ভট্টাচার্যকে ফোনে সমবেদনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

প্রয়াত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। বুধবার সকালে ফেসবুকে মর্মস্পর্শী পোস্ট করেন তিনি। এরপরই অশোক ভট্টাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফোনে তিনি সমবেদনা জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। জানান, আপনি একা হয়ে গেলেন, ভালো থাকুন,সবাইকে নিয়ে থাকুন।

এদিন সকালে ফেসবুক পোস্ট করে অশোক ভট্টাচার্য লেখেন, কিছুক্ষণ আগে চলে গেল আমার ৪১ বছরের জীবনের সঙ্গী, আমার লড়াই সংগ্রামের সাথী, আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার কাজ, আমার মানুষের পাশে থাকা আমার স্ত্রী রত্না ভট্টাচার্য। ও শুধু আমাদের পার্টির একজন সদস্য ছিল না, ছিল একজন লড়াকু , আমার সহধর্মিনী বলে বলছি না ও ছিল একজন প্রকৃত ভাল মেয়ে, একজন উদার, নমনীয়, সবাইকে ভালোবাসতে পারত।

গত বৃহস্পতিবারই রত্না ভট্টাচার্যকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই মারা যান তিনি।

Comments are closed.