আলাপন মামলায় স্থগিত রায়দান, বিচারকের প্রশ্নের মুখে কেন্দ্রের আইনজীবী 

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জির দায়ের করা মামলায় বুধবার রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত রায় দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ। তবে জানা গিয়েছে ২ নভেম্বর অর্থাৎ দিল্লিতে প্রিন্সিপাল বেঞ্চের শুনানির আগেই রায় জানাবে কলকাতা হাইকোর্ট। 

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি। এদিনের তাঁর আর্জির ভিত্তিতে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে মামলার শুনানি হয়। আর শুনানি চলাকালীন কেন্দ্রের আইনজীবীকে বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়তে হয়। 

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ইয়াস পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে আলাপনের উপস্থিত না থাকা, তাঁর বিরুদ্ধে কর্মীবর্গ মন্ত্রকের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত, সবই তো এ রাজ্য কেন্দ্রিক। তাহলে মামলা কেন দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? সেই সঙ্গে জাস্টিস ভট্টাচার্যের আরও প্রশ্ন, আলাপন মামলাকারী। তিনি তড়িঘড়ি শুনানির আর্জি জানাতেই পারেন। কিন্তু কর্মীবর্গ মন্ত্রক কী কারণে তড়িঘড়ি মামলা দিল্লিতে স্থানান্তরিত করল? 

উল্লেখ্য কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে হাজির না থাকার জেরে রাজ্যের প্রাক্তন  মুখ্যসচিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে দিল্লির কর্মীবর্গ মন্ত্রক। এই তদন্ত খারিজ এবং তাঁর অবসরকালীন সুযোগসুবিধার জন্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতার বেঞ্চে মামলা করেন আলাপনবাবু। কিন্তু আচমকাই কলকাতার বেঞ্চ থেকে সেই মামলা ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন ব্যানার্জি। 

Comments are closed.