সাতসকালে সিবিআই পাঠিয়ে সুব্রত বাবুকে গ্রেফতার, ন্যাকামি করে বিজেপির দুই নেতার শোকজ্ঞাপণ, টুইট কুণাল ঘোষের
সুব্রত মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন বিজেপির অনেক নেতারা। দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী শোকবার্তা জানিয়েছেন। এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। টুইটে তিনি লিখেছেন, ‘BJP-র যে দুজন নেতা সাতসকালে CBI পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারের চক্রান্তে জড়িত ছিলেন, এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোকজ্ঞাপন করতে সামনে গেলে নিজদায়িত্বে যাবেন। খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে। যদিও তৃণমূলকর্মীরা যথেষ্ট সংযত থাকবেন।’
বিজেপির যে দুজন নেতা সাতসকালে সিবিআই পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের চক্রান্তে জড়িত ছিলেন, এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোকজ্ঞাপন করতে সামনে গেলে নিজদায়িত্বে যাবেন।
খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে। যদিও তৃণমূলকর্মীরা যথেষ্ট সংযত থাকবেন।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 5, 2021
কিন্তু দুই বিজেপি নেতার নাম জানাননি কুণাল ঘোষ। উল্লেখ্য, নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চার হেভিওয়েট রাজনীতিবিদকে গ্রেফতার করে সিবিআই। সেই সময় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন সুব্রত মুখার্জি সহ আরও তিননেতা। বিজেপির অঙ্গুলিহেলনে সিবিআই এই কাজ করেছে বলে দাবি উঠেছিল। যদিও বিজেপির নল দাবি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা নিজেদের কাজ করেছে।
বৃহস্পতিবার রাতে এসএসকেএমে প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। বাম, কংগ্রেস, বিজেপির হেভিওয়েট নেতারা শ্রদ্ধা জানান এই বর্ষীয়ান মন্ত্রীকে। এই নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।
Comments are closed.