খেলরত্ন পুরস্কার পেলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। দিল্লিতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হল নীরজ চোপড়া সহ ১২ জনকে। ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই পুরস্কার নেন তাঁরা।
পুরস্কার প্রাপকের তালিকায় নাম আছে টোকিও অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর রবি কুমার দাহিয়া, বক্সার লভলিনা বর্গোহাঁই। ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এছাড়া ভারতের পুরুষদের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ, পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ, প্যারা শ্যুটার অবনী লেখারা, প্যারা অ্যাথলিট সুমিত আন্টিল, প্যারা ব্যাডমিন্টন প্রমোদ ভগৎ, প্যারা ব্যাডমিন্টন কৃষ্ণা নাগরকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়।
Comments are closed.