সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি রয়েছে। আর তার আগেই মামলা পেছনোর জন্য এদিন উচ্চ আদালতে আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হাইকোর্ট সূত্রে খবর, সোমবার বেলা ১১ টা নাগাদ শুভেন্দু অধিকারীর আইনজীবী মারফত এই আবেদন করা হয়। আবেদনপত্রে জানানো হয়েছে, নন্দীগ্রাম মামলাটি সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে। দেশের শীর্ষ আদালতে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলার দিন পেছনো হোক।
নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত জুন মাসে হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের এজেলাসে মামলাটির শুনানি শুরু হয়। মামলাকারি মমতা ব্যানার্জি আপত্তি তলায় পরবর্তী সময় জাস্টিস চন্দ নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান। এরপর মামলা স্থানান্তরিত হয়ে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে যায়।
মামলার বেঞ্চ বদল হওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নন্দীগ্রামের বিধায়ক। তিনি দাবি করেন, কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হোক।
শুভেন্দুর মামলার জেরে হাইকোর্টে বিচারপতি শম্পা সরকার তিন মাসের জন্য নন্দীগ্রাম মামলার শুনানি মুলতুবি রাখেন। সোমবারই তিন মাসের মেয়াদ শেষ হচ্ছে। এদিন দুপুর তিনটেয় জাস্টিস সরকারের এজেলাসে মামলার শুনানি হওয়ার কথা। এদিকে এদিনই সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার শুনানি রয়েছে।
Comments are closed.