আলাপন মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন্দ্র, পরবর্তী শুনানি আগামী সোমবার

আগামী সোমবার সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে আলাপন মামলার শুনানি। অবসর গ্রহণের আগে আলাপন ব্যানার্জির কার্যকালের মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। কিন্তু অবসর নেওয়ার নির্দিষ্ট দিন অর্থাৎ ২০২১ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন আলাপন ব্যানার্জি।

এরপর তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন ব্যানার্জি, তিনি অভিযোগ তোলেন অবসর নেওয়ার পরেও তিনি অবসরকালীন কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না। হাইকোর্টে জয় পান রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। কেন্দ্র হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে৷ কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন, চেয়ারম্যান কী রায় দিল সেটা ঠিক না ভুল প্রশ্নটা সেটা নয়৷ প্রশ্নটা কলকাতা হাইকোর্টের এক্তিয়ার নিয়ে৷ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ যে অর্ডার দিয়েছে সরিয়ে দেওয়ার অধিকার কলকাতা হাইকোর্টের নেই৷

সোমবার সপ্তাহের শুরুতেই ছিল কেন্দ্রীয় সরকারের সেই আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিষয়টি সম্পর্কে শীর্ষ আদালতকে বিস্তারিত জানানোর জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতির কাছে সময় চেয়ে নেন। এদিন বিচারপতি তা মঞ্জুর করেছেন।

যশ দুর্যোগের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৮ মে কলাইকুণ্ডায় ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে আসেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে মিনিট দশেক থেকে বেরিয়ে যান তৎকালীন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর সঙ্গে অন্য প্রশাসনিক বৈঠকে রওনা হন। পরে ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করে কেন্দ্রীয় প্রশাসনিক কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর। সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করেই কলকাতায় ক্যাট-এর বেঞ্চে মামলা করেন আলাপন।

Comments are closed.