BSF’র ক্ষমতা বাড়ানোর বিরোধিতা করে নরেন্দ্র মোদীই তো একসময় চিঠি লিখেছিলেন, এখন কেন সমর্থন? কটাক্ষ কুণালের
বিএসএফ’র এক্তিয়ার বাড়ানো নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই বিধানসভায় প্রস্তাব পাশ করেছে রাজ্যের শাসক দল। আর এই কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি পুরোনো চিঠি প্রকাশ এবার গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
২০১২ সাল। কেন্দ্রে তখন ইউপিএ সরকার, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে বিএসএফ’র এক্তিয়ার বাড়ানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১২ সালে ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে একটি চিঠি লেখেন। আজকের প্রধানমন্ত্রী সে সময় কী লিখেছিলেন চিঠিতে?
তৃণমূলের মুখপাত্র জানান, তৎকালীন প্ৰধানমন্ত্ৰীকে লেখা চিঠিতে মোদী জানিয়েছিলেন, কেন্দ্রের সরকার বিএসএফ’র ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এটা হতে দেওয়া যায় না। মোদী চিঠিতে আরও উল্লেখ করেন, বিএসএফ’র কাজ সীমান্ত রক্ষা করা। তাঁর অভিযোগ, ইউপিএ সরকার দেশের যুক্ত রাষ্টীয় ব্যবস্থাকে দুবর্ল করার চক্রান্ত করছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর আরও অভিযোগ ছিল, বাহিনীর ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে আর একটি রাজ্য তৈরি করতে চাইছে। এটা হতে দেওয়া যায়নি।
এদিন কুণাল ঘোষ নরেন্দ্র মোদীর লেখা এই চিঠির কথা উল্লেখ করে গেরুয়া শিবিরকে তোপ দাগেন। বলেন, আমরাও এখন একই কথা বলছি। বিজেপিকে তাঁর খোঁচা, আমার প্রশ্ন ২০১২ সালে যে নরেন্দ্র মোদী বিএসএফ’র ক্ষমতা বাড়ানোর বিরোধিতা করেছিলেন, ২০২১ সালে তিনি কীভাবে সেই প্রস্তাবের সমর্থন করছেন? এখান থেকেই প্রমাণিত বিজেপি স্ববিরোধিতা করছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সফল করতেই বাহিনীকে কাজে লাগাচ্ছে।
Comments are closed.