রাজ্যের উদ্যোগে শুরু হচ্ছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশন ক্যাম্প’; কবে, কোথায়? জানুন বিস্তারিত
রাজ্য সরকারের উদ্যোগে স্টুডেন্ট ক্রেটিড কার্ড লোন স্যাংশন ক্যাম্প হতে চলছে আগামী ২০ নভেম্বর শনিবার। এদিন বেলা ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ক্যাম্পের সময়সীমা ধার্য করা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা সহ সমস্ত জেলা এবং মহকুমা স্তরেও ক্যাম্পের আয়োজন করা হবে। নবান্ন সূত্রে খবর, এই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে। সেই সঙ্গে যাঁদের ইতিমধ্যেই ঋণ অনুমোদন হয়েছে তাঁদের অনুমোদন পত্র এবং প্রত্যেক কার্ড প্রাপক ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শুভেচ্ছা বার্তা দেওয়া হবে।
সম্প্রতি এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আসন্ন ১ জানুয়ারি পড়ুয়াদের জন্য শিক্ষার্থী দিবস পালন করবে রাজ্য সরকার। সেই মতো জানুয়ারির মধ্যে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই রাজ্যের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটে গিয়েও এই লোন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারেন পড়ুয়ারা। ওয়েবসাইটের পাশাপাশি একটি (১৮০০১০২৮০১৪) হেল্প লাইন নাম্বারও চালু করা হয়েছে। এছাড়াও রাজ্যের উদ্যোগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার ব্যবস্থা করা হয়েছে।
যদিও সম্প্রতি অভিযোগ উঠেছে, কয়েকটি ব্যাঙ্ক আবেদন করা সত্ত্বেও আবেদনপত্রে ত্রুটি সহ নানান কারণ দেখিয়ে বেশকিছু আবেদন বাতিল করছে। এ নিয়ে কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্য সরকারের আধিকারিকরা।
উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যের পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করবে তাঁর সরকার। এই প্রকল্পে উচ্চ্ শিক্ষার জন্য স্বল্প সুদের বিনিময়ে ১০ লক্ষ টাকা ঋণ বাবদ পাবেন আবেদনকারীরা। এবং লোনের গ্যারেন্টার থাকবে রাজ্য সরকার। ঘোষণা মোতাবেক ক্ষমতায় ফিরেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.