তিনি যে দক্ষতায় দর্শক হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন, তথাগত রায়ের বিদায় বিজেপি টুইটের উত্তর কুণাল ঘোষের
বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। তথাগত রায়ের টুইটের উত্তর এইভাবেই দিলেন কুণাল ঘোষ। শনিবার সকালে তথাগত রায় একটি টুইট করেন। সেখানে তিনি শেষ লাইনে লেখেন, আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি। এরপরেই টুইট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।
বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি।
তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন।
পাগলা দাশুর নাটকে ‘আবার সে এসেছে ফিরিয়া’-র মত সংলাপের অপেক্ষায় থাকব।
তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই। https://t.co/s9Xx6wOMy7— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 20, 2021
পশ্চিমবঙ্গ বিজেপিকে বিদায় জানিয়ে শনিবার একটি টুইট করেন তথাগত রায়। তিনি লেখেন, কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচয়তে। পুরভোটের ফলের প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি।
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !— Tathagata Roy (@tathagata2) November 20, 2021
এর আগেও বিজেপির শীর্ষ নেতাদের প্রতি অর্থ ও নারীর যোগের প্রসঙ্গ তুলেছিলেন তথাগত রায়। শ্রাবন্তী চ্যাটার্জির বিজেপি ছাড়ার সময় তথাগত রায় পদ্ম শিবিরকে খোঁচা দিয়ে বলেছিলেন, শ্রাবন্তীকে দলে আনার জন্য বিজেপি প্রচুর টাকা খরচ করেছিল। যা নিয়ে ফের পদ্ম শিবিরকে একহাত নিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন, শ্রাবন্তী ইস্যুতে তথাগত রায় বলেছেন, ভোটের আগে অনেককে দলে নিতে টাকা খরচ করেছিল বিজেপি। এই ঘটনায় অবিলম্বে ইডি ও সিবিআই তদন্ত চাই। এদিন টুইটে তিনি ফের লেখেন, দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
Comments are closed.