অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, গতিবেগ ঘন্টায় ১৫০ কিমি; ‘মোকা’ নিয়ে আর যা জানাল মৌসম ভবন

গত শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে মোকা। এবং শেষমেশ কতটা বিধ্বংসী হতে পারে, তার একটি ধারণা দিয়েছে মৌসম ভবন। তাদের মতে ‘মোকা’ জন্ম হলে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। 

মৌসম ভবন জানিয়েছে, সোমবার তৈরি হওয়ায় নিম্নচাপ মঙ্গলবার আরও গভীর হবে। এর পরেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভবনা বেশি। এবং শুক্রবারের মধ্যেই তা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। মৌসম ভবনের দাবি, ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিবেগ ঘন্টায় ১৫০ কিমি পর্যন্ত হতে পারে। মৌসম ভবন আরও জানাচ্ছে, ১১ মে ঝড়ের সর্বচ্চ গতিবেগ হতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এবং শুক্র ও শনিবার ঝড়ের সর্বচ্চ গতিবেগ ১৩০, ১৪০ থেকে বাড়তে বাড়তে ১৫০ কিমি সর্বচ্চ গতিবেগে পৌঁছতে পারে। 

যদিও ঘূনিঝড় কোথাও আছড়ে পড়বে তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। মৌসম ভবন এখনও স্পষ্ট  করে কিছু জানায়নি। তবে মৌসম ভবন যে সম্ভবনার কথা জানিয়েছে তা হল, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্যে বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঝড় তৈরি হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিক অভিমুখে পূর্ব-মধ্যে বঙ্গোপসাগরের দিক এগোবে। এরপরেই পথ বদলে বাংলাদেশ-মায়ানমারের দিকে এগোতে পারে মোকা। তবে আমাদের রাজ্যে এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। যদিও পশ্চিমবঙ্গকেও সতর্ক করেছে মৌসম ভবন। 

  

Comments are closed.