মমতা: বিজেপি ভোকাট্টা, নো পাত্তা সিপিএম-কংগ্রেস, ধন্যবাদ কলকাতার প্রত্যেক নাগরিককে 

সম্ভবনা মতোই বিরোধীরা কার্যত দাঁড়াতেই পারল না তৃণমূলের কাছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতে এগিয়ে তৃণমূল। জয় নিয়ে এদিন ট্যুইটে কলকাতার প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একযোগে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। 

বিজেপি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তাঁর সপাট উত্তর, বিজেপি ভোকাট্টা। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর সংযোজন, নো পাত্তা সিপিএম-কংগ্রেসের। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, যে রায় মা-মাটি মানুষ দিয়েছেন তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে। এদিনও মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। এই জয় গণতন্ত্রের জয়।  

পুরবোর্ড কবে গঠিত হবে, তা নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দলের তরফে ২৩ ডিসেম্বর বেলা ৩ টের সময় পুরবোর্ড গঠন নিয়ে আলোচনা হবে। 

Comments are closed.