আগামী বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দিল্লি সফরে যাওয়ার আগে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি

দিল্লি সফরে আগামী বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা ব্যানার্জি। এই সফরে প্রধানমন্ত্রীর বাসভবনেই সাক্ষাৎ হবে মোদী-মমতার। এদিন দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ এক্তিয়ার নিয়ে আলোচনা হবে। এছাড়াও বাংলার নানা উন্নয়ন নিয়েও কথা হবে। বিএসএফ নিয়ে মমতার কথায়, গায়ের জোরে এলাকা দখল করা যাবেনা।

উল্লেখ্য, পাকিস্তান ও বাংলাদেশ লাগোয়া সীমান্ত সন্ত্রাস পশ্চিমবঙ্গ, অসম ও পঞ্জাবে বিএসএফের এক্তিয়ার বাড়িয়েছে কেন্দ্র। সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতর অবধি এলাকায় তল্লাশি, কিছু বাজেয়াপ্ত করা ও গ্রেফতারির ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফকে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দিল্লি যাওয়ার আগে মমতা বলেন, বিএসএফ আমাদের বন্ধু, কিন্তু বিজেপি নয়।

অন্যদিকে এই মুহূর্তে ত্রিপুরা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের এই হাল। সায়নী ঘোষের মতন নেতাকে গ্রেফতার করা হচ্ছে। হেনস্থা করা হচ্ছে। গুন্ডারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বৈঠকে ত্রিপুরার প্রসঙ্গ তুলতে পারেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.