১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। আর শুক্রবার প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে বৈঠকে বসছে ঘাসফুল শিবির, সূত্রের খবর এমনটাই। বৈঠকে দলনেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর। তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকের পরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব।
জানা গিয়েছে এবারের প্রার্থী তালিকায় দীর্ঘদিনের কাউন্সিলরদের পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে দলের নবীন মুখকেও। সেদিক থেকে প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে বলে অনেকে মনে করছেন। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, তৃণমূলের তরফে এক ব্যক্তি এক পদ নীতি নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই নীতিও কঠোর ভাবে মানা হতে পারে। সেদিক থেকে, দলের বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ গতবার কাউন্সিলর ছিলেন। এবারে তাঁরা বাদ পড়তে পারেন। যদিও দু-এক ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে বলে খবর।
পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীর পুত্র, কন্যারাও পুরভোটে টিকিট পেতে পারেন বলে জল্পনা রয়েছে। এক্ষত্রে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে, পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলের নাম নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কোনও প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দেওয়া হবে না, দলের অন্দরের খবর এমনটাই।
সবমিলিয়ে একুশের পুরভোটে প্রার্থী তালিকায় তৃণমূলের তরফে কী চমক অপেক্ষা করছে এখন সেটাই দেখার। নজর থাকবে মেয়র পদে প্রস্তাবিত নাম নিয়েও।
Comments are closed.